আপেল
একটি
অত্যন্ত পরিচিত
ফল,
যা
সব
যায়গায় পাওয়া
যায়|
দিনে
এক
থেকে
দুইটি
আপেল
খেলে
হার্টের সমস্যা
থেকে
মুক্ত
থাকা
যায়|
গবেষণা
থেকে
পাওয়া
গেছে
যে–
দিনে
একটি
আপেল
খেলে
রক্তের
ক্ষতিকর LDL Cholesterol কমে|
আপেল শরীর থেকে বিষাক্ত ও ক্ষতিকর পদার্থ বের করে দেয়। ভিটামিন ‘এ’ এবং ‘বি১’ বা থায়ামিনে
ভরপুর। আরো আছে পটাশিয়াম, ক্যালসিয়াম,
ফসফরাস, সোডিয়াম ইত্যাদি। আছে টার্টারিক অ্যাসিড, যা শরীরে জীবাণু
সংক্রমণ প্রতিরোধ করে, আর এটি যানবাহনে
ভ্রমণকালীন বমি প্রতিরোধে সহায়তা করে। আপেলে আছে ‘পেকটিন’
যা পাকস্থলীকে সুস্থ রাখে। বলাবাহুল্য, পেয়ারাতেও আছে প্রচুর পেকটিন। আপেলের রস যকৃৎ, গলব্লাডার বা
পিত্তথলী ও ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় সহায়ক।
কেন
আপেলের
এত
গুনাগুন?
* আপেল প্রথমত:
খেতে
খুবই
সুস্বাদু, সহজে
ক্ষুধা
নিবারণ
করতে
এই
ফলের
জুড়ি
নেই|
অন্য
ফাস্ট/junk
ফুড
বা
মিষ্টি
খাবার
খাওয়ার চেয়ে,
মিষ্টি,
কচকচে
আপেল
খেয়ে
ক্ষুধা
নিবারণ
করা
অনেক
ভালো
| কারণ
এতে
মাত্র
৭০-১০০ ক্যালরি আছে|
* ডায়রিয়া হলে
তা
সারাতে
সাহায্য করে|
* মাসেল টোন
করতে
সাহায্য করে
ও
ওজন
কমায়
* আপেলের খোসায়
polyphenols নামক
antioxidant আছে,
যা
কোষকে
ধ্বংশ
হয়ে
দেয়
না|
* জ্বর হলে
তা
কমাতে
সাহায্য করে,
তাই
জ্বর
এর
রোগীরা
আপেল
খেলে
ভালো
বোধ
করেন|
* আপেলে phenols আছে, যা
LDL Cholesterol কমায়
ও
ভালো
cholesterol HDL বাড়ায়|
* আপেলের প্রচুর
পানি
আছে,
তাই
এটি
পানিশুন্যতা দূর
করে,
তৃষ্ণা
মেটায়
ও
শরীর
ঠান্ডা
করে|
* আপেলে পর্যাপ্ত boron আছে, যা
হাড়কে
শক্ত
রাখতে
সাহায্য করে
ও
ব্রেইনের স্বাস্থ্য ঠিক
রাখে
* আপেলে Quercetin আছে, যা
একটি
flavonoid, এটি
বিভিন্ন ধরনের
ক্যান্সার হতে
শরীরকে
রক্ষা
করে|
এই
পুষ্টি
উপাদানটি free radical ধ্বংশ হতে
রক্ষা
করে|
তাছাড়া এটি
DNA ধ্বংশ
হতেও
রক্ষা
করে|
* আপেলে আছে
flavonoid, যা
antioxidant, এটি
রোগ
প্রতিরোধ শক্তি
বৃদ্ধি
করে,
হার্টের অসুখ
ও
ক্যান্সার হতে
রক্ষা
করে
* আপেলে প্রচুর
Phytonutrients, যেমন:
ভিটামিন A, E ও
beta carotene আছে|
এগুলো
ও
free radical ধ্বংশ
হতে,
ব্রেইনের অসুখ
হতে
বাধা
দেয়,
ফুসফুস
ভালো
রাখে
ও
শ্বাস
প্রশ্বাস প্রক্রিয়া ভালো
রাখে
|
* আপেলে সামান্য ভিটামিন সিও
আছে|
তাই
আপেল
রোগ
প্রতিরোধেও সাহায্য করে
| তাছাড়া ভিটামিন সি
তাড়াতাড়ি রোগ
সারাতে
সাহায্য করে|
* অন্যান্য ফলের
মত
আপেলের
চিনি
রক্তের
চিনির
মাত্রা
বাড়িয়ে দেয়
না|
ফলে
diabetes এর
রোগীরা
নিশ্চিন্তে পরিমানমত আপেল
খেতে
পারেন
|
* আপেল লিভার
ও
gall bladder পরিষ্কার রাখে,
এর
পাথর
(gallstones) দূর
করে
বা
ধ্বংশ
করে
* আপেলে কোনো
লবন
নেই,
তাই
আপেল
থেকে
অতিরিক্ত লবন
খাবার
কোনো
সম্ভাবনা নেই|
* আপেলের সাথে
মধু
মিশিয়ে খেলে
তা
কফ
দুর
করে|
* Gastric এর সমস্যা কমায়
* আপেলের রস
দাঁতের
জন্য
ও
ভালো|
কারণ
ব্যাকটেরিয়া এর
কারণে
দাঁতের
ক্ষয়
হয়,
আপেলের
রস
৮০%
পর্যন্ত দাঁতের
ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংশ
করতে
পারে|
তাই
বলা
যায়
যে
–"an apple a day also keeps the dentist away”!
****************************************************************